thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

কোহলির লজ্জার রেকর্ড

২০২১ মার্চ ০৬ ১২:১৮:২০
কোহলির লজ্জার রেকর্ড

দ্য রিপোর্ট ডেস্ক: সময়ের সেরা ব্যাটসম্যান ভারত অধিনায়ক বিরাট কোহলি। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তার ব্যাট চলে দূরন্ত গতিতে, আসে রানের পাহাড়। একের পর এক গড়ছেন রেকর্ড। তবে এর বিপরীতে গিয়ে একটি রেকর্ড স্পর্শ করলেন বিরাট। সেই রেকর্ডটি কিন্তু ক্রিকেটাঙ্গনে লজ্জার।

ইংল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিনে শুক্রবার সকালে বেন স্টোকসের বলে শূন্য রানে ফেরেন কোহলি। তার টেস্ট ক্যারিয়ারের এটি ১২তম ‘ডাক’, অধিনায়ক হিসেবে অষ্টম। এই রেকর্ডটি এককভাবে এতদিন ছিল মহেন্দ্র সিং ধোনির। এবার তিনি পেলেন একজন সঙ্গী। সেই সঙ্গী আবার স্বদেশি সেরা ব্যাটসম্যান বিরাট।

চলতি সিরিজে এনিয়ে দ্বিতীয়বার ‘ডাক’ মারলেন কোহলি। এর আগে দ্বিতীয় টেস্টে মঈন আলির বলে শূন্য করে আউট হয়েছিলেন ভারতীয় অধিনায়ক। ২০১৪ সালের পর প্রথমবার নির্দিষ্ট কোনো সিরিজে দুবার এমন লজ্জায় পড়তে হলো তাকে।

সব মিলিয়ে টেস্টে ১২ বার শূন্য রানে আউট হলেন কোহলি। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষেই পঞ্চম বার। পরিসংখ্যান বলছে, ইংলিশদের বিপক্ষে সবশেষ ৭ ইনিংসের তিনটিতেই খালি হাতে ফিরতে হয়েছে সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যানকে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর