thereport24.com
ঢাকা, সোমবার, ১২ এপ্রিল ২০২১, ২৯ চৈত্র ১৪২৭,  ২৯ শাবান ১৪৪২

করোনা সংক্রমণ, হাসপাতালে ভর্তি আফসানা মিমি

২০২১ এপ্রিল ০১ ১৮:১২:৪৪
করোনা সংক্রমণ, হাসপাতালে ভর্তি আফসানা মিমি

দ্য রিপোর্ট প্রতিবেদক: মহামারি করোনাভাইরাস আরও প্রবলভাবে জেঁকে বসেছে দেশে। সাধারণ মানুষদের পাশাপাশি শোবিজ জগতের তারকারাও আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে। আজ সকালেই জানা গিয়েছে, বরেণ্য নাট্যব্যক্তিত্ব গাজী রাকায়েত করোনায় আক্রান্ত হয়েছেন।

এবার খবর এলো, জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। শুধু তাই নয়, তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালেও ভর্তি করানো হয়েছে। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আছেন।

আফসানা মিমির পারিবারিক সূত্রে জানা গেছে, গত কিছু দিন ধরে তার মধ্যে করোনার উপসর্গ দেখা দিচ্ছিল। এ জন্য তিনি করোনা টেস্ট করান। ফলাফলে তার পজিটিভ আসে।

এরপর মিমি তার নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন। কিন্তু তার অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। বিশেষ করে কাশির সমস্যাটা একদমই যাচ্ছিল না। সেজন্যই ১ এপ্রিল সকালে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আফসানা মিমি।

(দ্য রিপোর্ট/আরজেড/০১ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর