thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

ডিএমপির ১৩ সহকারী পুলিশ কমিশনারকে পদায়ন

২০২১ এপ্রিল ১১ ১৬:০৪:১২
ডিএমপির ১৩ সহকারী পুলিশ কমিশনারকে পদায়ন

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। রবিবার ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

এরমধ্যে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমানকে সচিবাল নিরাপত্তা বিভাগ, ট্রেনিং শেষে ডিএমপিতে যুক্ত হওয়া রোকসানা ইসলাম সুজানাকে সিটি রির্সাস অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ, ট্রেনিং শেষে ডিএমপিতে যুক্ত হওয়া সালাউদ্দিনকে ডিএমপির অর্থ বিভাগ, ট্রেনিং শেষে ডিএমপিতে যুক্ত হওয়া কাজী হাসান উদ্দিনকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ, ট্রেনিং শেষে ডিএমপিতে যুক্ত হওয়া আবু তালেবকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগ, ট্রেনিং শেষে ডিএমপিতে যুক্ত হওয়া মোহাম্মদ ইমরুলকে প্রটেকশন বিভাগ, ট্রেনিং শেষে ডিএমপিতে যুক্ত হওয়া মাহফুজুর রহমান পিআর অ্যাএন্ড এইচআরডি বিভাগ, ট্রেনিং শেষে ডিএমপিতে যুক্ত হওয়া এম রফিকুল হাসান ভূঁইয়াকে ডিএমপি প্রটেকশন বিভাগ, ট্রেনিং শেষে ডিএমপিতে যুক্ত হওয়া রাজন কুমার সাহাকে ডিএমপি ডেভেলপমেন্ট বিভাগ, ট্রেনিং শেষে ডিএমপিতে যুক্ত হওয়া তরিকুল ইসলাম মাসুমকে পিএস অ্যান্ড আইআই বিভাগ, ট্রেনিং শেষে ডিএমপিতে যুক্ত হওয়া তানভীর রহমানকে ডিএমপির লজিস্টিকও বিভাগ, ট্রেনিং শেষে ডিএমপিতে যুক্ত হওয়া আশফাক আহমেদকে পিএস অ্যান্ড আইআই বিভাগ, ট্রেনিং শেষে ডিএমপিতে যুক্ত হওয়া মাহমুদুজ্জামানকে সিটি ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, রবিবার সকালে এ আদেশ হয়। জনস্বার্থে এ আদেশ দ্রুত কার্যকর করার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১১ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর