thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

দুই ফুসফুসে শতভাগ সংক্রমণে মৃত্যু কবরী`র: চিকিৎসক

২০২১ এপ্রিল ১৭ ১৫:৪৯:৪৭
দুই ফুসফুসে শতভাগ সংক্রমণে মৃত্যু কবরী`র: চিকিৎসক

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকাই সিনেমার `মিষ্টি মেয়ে` কবরী চিরবিদায় জানিয়ে পরপারে চলে গেছেন। শুক্রবার দিবাগত রাত (১৭ এপ্রিল) ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে ফুসফুসে শতভাগ সংক্রমণ ছড়িয়ে পড়ায় মারা গেছেন কবরী। হাসপাতালের পরিচালক অধ্যাপক ফারুক আহমেদ এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কবরীর দুই ফুসফুসেই শতভাগ সংক্রমণ ছিল। এই সংক্রমণের ফলেই তার মৃত্যু হয়েছে। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় উনি অক্সিজেন মেইন্টেইন করতে পারছিলেন না। আবার গতকাল দুপুরের পর থেকেই ওনার ব্লাড প্রেসার ও হার্টরেটের পরিবর্তন হতে থাকে। এর জন্য আমরা তাকে সবরকম বিশেষায়িত চিকিৎসা দিয়েছি। কিন্তু এরপরও তার উন্নতি হয়নি। একপর্যায়ে শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

ফারুক আহমেদ আরও জানান, উনি যখন প্রথমে হাসপাতালে ভর্তি ছিলেন তখন তার ফুসফুসের ৬৪ শতাংশ সংক্রমিত ছিল। আমাদের এখানে ভর্তি হওয়ার পর পোর্টেবল এক্স-রে দিয়ে আমরা পরীক্ষা করি। এ সময় ওনার উভয় ফুসফুসের শতভাগই সংক্রমণের শিকার ছিল।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর