thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

সূচক ও লেনদেনে উত্থান 

২০২১ এপ্রিল ২২ ১৪:১০:৫৫
সূচক ও লেনদেনে উত্থান 

দ্য রিপোর্ট প্রতিবেদক:সূচক ও লেনদেনের উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারের লেনদেন।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবারডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছিল৭৭৬ কোটি ৬৭লাখ টাকার শেয়ার ও ইউনিট। আজ লেনদেন হয়েছে৮৮৩ কোটি ২৯ লাখটাকার শেয়ার ও ইউনিট। এ হিসেবে আজ ডিএসইতে১০৬ কোটি ৬২লাখটাকার শেয়ার ও ইউনিট কম লেনদেন হয়েছে।

ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১১পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৩৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে১২৩৭ এবং ২০৮৭পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে১৪৩ টির, কমেছে১৩৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টির শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৩পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭৪৪পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে১০৭ টির, দর কমেছে৮৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির। লেনদেন হয়েছে৩৬ কোটি ৮২টাকার শেয়ার ও ইউনিট।

দ্য রিপোর্ট/এএস/২২ এপ্রিল ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর