thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

করোনায় আক্রান্ত কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহ

২০২১ এপ্রিল ২৫ ০৯:৪০:৩২
করোনায় আক্রান্ত কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহ

দ্য রিপোর্ট ডেস্ক: করোনায় আক্রান্ত সাহিত্যিক বুদ্ধদেব গুহ। মাধুকরী, কোজাগর, অববাহিকা, বাবলি-র মতো বিখ্যাত উপন্যাসের লেখক তিনি। এখন তার বয়স ৮৬। দিল্লির এক হোটেলে আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।

গত ৩-৪ দিন ধরে নিউমোনিয়ার মতো হয়েছে তার। বুকে সর্দি বসে গিয়েছে। সঙ্গে কাশি। তবে স্বাদ-গন্ধহীন হয়ে পড়েননি এখনও। একই সঙ্গে দৃষ্টিশক্তির সমস্যায়ও জর্জরিত তিনি।

আনন্দবাজার পত্রিকার প্রকাশিত তথ্যানুযায়ী বুদ্ধদেব গুহর বড় মেয়েও করোনা আক্রান্ত। তবে, কলকাতায় তার জন্য চিন্তিত গোটা পরিবার। যদিও এখনও মনের জোর প্রবল এ সাহিত্যিকের। তাই তো স্থানীয় এক দৈনিক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বুদ্ধদেব গুহ জানিয়েছেন, এত তাড়াতাড়ি ফুরব না। জানি, ঠিক ফিরে আসব।

'জঙ্গল্মহল' তার প্রথম প্রকাশিত গ্রন্থ। মাধুকরী, কোজাগর, অববাহিকা, বাবলি-র মতো অসংখ্য উপন্যাস উপহার দিয়েছেন পাঠকদের। তার রচিত চরিত্র ‘ঋজু দা’ জায়গা করে নিয়েছে বাঙালির মনে। তবে, কিছুদিন আগেই বাঙালি হারিয়েছে তার অতিপ্রিয় কবি শঙ্খ ঘোষকে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

সাহিত্য এর সর্বশেষ খবর

সাহিত্য - এর সব খবর