thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

সকালেই সাজঘরে ফিরলেন লিটন

২০২১ মে ০৩ ১০:৪৮:২১
সকালেই সাজঘরে ফিরলেন লিটন

দ্য রিপোর্ট ডেস্ক: ক্যান্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের শেষ দিনে মাঠে নেমেছে বাংলাদেশ। সোমবার লিটন দাস ১৪ ও মেহেদী হাসান মিরাজ ৪ রানে অপরাজিত থেকে শুরু করেন পঞ্চম দিনের ব্যাটিং।

দিনের তৃতীয় ওভারে প্রবীণ জয়াবিক্রমার বলে ফিরে যান লিটন। ৪৬ বল খেলে তার ব্যাট থেকে আসে ১৭ রান।

৫১ ওভার পর ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৮৪ রান। ২৯ বলে ৫ রান করে ক্রিজে আছেন মিরাজ। তার সঙ্গে যোগ দিয়ে ৪ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তাইজুল ইসলাম।

জয়ের জন্য টাইগারদের দরকার আরও ২৬০ রান। শ্রীলঙ্কার প্রয়োজন ৫ উইকেট।

লঙ্কানদের দেওয়া ৪৩৭ রানের পাড়ার সমন টার্গেটে ব্যাট করতে নেমে ১৭৭ রান তুলতে ৫ উইকেট হারিয়েছে, বাংলাদেশ।

তামিম ইকবাল আউট হন ২৬ বলে ২৪ রান তুলে। এরপর ধারাবাহিক বিরতিতে উইকেট হারায়, মুমিনুলবাহিনী। সাইফ ৩৪, শান্ত ২৬, মুমিনুল ৩২ ও মুশফিক করেন, ৪০ রান। শেষ দিকে আলোক স্বল্পতায় আর শুরু হয়নি চতুর্থ দিনের খেলা।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ক্যারিয়ারে অষ্টমবারের মতো ৫ উইকেট নেন তাইজুল ইসলাম।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর