thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

ক্রিকইনফোর ২৫ প্রশ্নের উত্তরে সাকিব

২০২১ মে ০৫ ১৪:২৫:৩৬
ক্রিকইনফোর ২৫ প্রশ্নের উত্তরে সাকিব

দ্য রিপোর্ট ডেস্ক: আইপিএল খেলতে সাকিবের অবস্থান এখন ভারতে। যদিও মঙ্গলবার স্থগিত হয়ে গেছে এবারের আসর। সাকিব কবে দেশে ফিরতে পারবেন এ নিয়েও চলছে নানান চেষ্টা।

তবে ক্রিকেটহীন এই সময়ে ক্রিকইনফোর দেয়া এক ভিডিওতে দূর করতে পারেন বিরক্তিকর সময়টা। সাকিবকে ক্রিকইনফো করেছিল ২৫টি মজার প্রশ্ন।

প্রশ্ন: তাকিয়ে থাকার প্রতিযোগিতায় কে জিতবেন, তামিম ইকবাল নাকি মাশরাফী বিন মোর্ত্তজা ?

সাকিব: তামিম।

প্রশ্ন: কতগুলো ফুচকা খেতে পারবেন একবারে?

সাকিব: অন্তত একশ'টা। মানে আমার সামনে যতগুলো থাকে।

প্রশ্ন: আপনার প্রিয় কোনটা, সাঈদ আনোয়ারের ব্যাটিং নাকি ওয়াসিম আকরামের বোলিং করাটা?

সাকিব: দুটোই।

প্রশ্ন: কোনটা বেশি বিরক্তিকর? ঢাকার জ্যাম, নাকি কলকাতার?

সাকিব: (হাসি) ঢাকা। যেহেতু আমি ঢাকাতেই থাকি, সেখানেই বেশি চলাচল। এই জ্যামে অনেক সময় পার হয়ে যায়। আর কলকাতায় আমার গন্তব্য হোটেল থেকে মাঠ। সেটি আবার অনেক নিরাপত্তারর মধ্য দিয়ে। তাই এখানের জ্যামটা দেখিনি।

প্রশ্ন: কোন অ্যাপসটা বেশি ব্যবহার করা হয় ফোনে?

সাকিব: ইউটিউব।

প্রশ্ন: কোন বিরিয়ানিটা আপনি কখনোই খেতে চাইবেন না? চকলেট বিরিয়ানি, স্ট্রবেরি বিরিয়ানি ও রসগোল্লা বিরিয়ানি?

সাকিব: কোনোটাই না, আমি একটাও চেষ্টা করব না।

প্রশ্ন: বাংলাদেশ দলের হোয়াটসএপ গ্রুপে ইমোজি ব্যবহার করেন কে?

সাকিব: আমি!

প্রশ্ন: কোনটা আপনার পছন্দের ইমোজি?

সাকিব: স্মাইলি।

প্রশ্ন: মাহমুদুল্লাহ, মুশফিক, তামিম ইকবাল - ১০০ মিটার স্প্রিন্টে এই তিন জনের মধ্যে কাকে হারাতে পারবেন?

সাকিব: হ্যা, এটা কঠিন হলেও মনে হয় মুশফিককে হারাতে পারব।

প্রশ্ন: বাংলাদেশ দলে সবচেয়ে বেশি পুশ-আপ দিতে পারে কে?

সাকিব: এটা সম্ভবত শান্ত।

প্রশ্ন: ইংল্যান্ড, ক্যারিবিয়ান নাকি মাগুরা: কোথায় মাছের তরকারী খেতে ভালো লাগে।

সাকিব: মাগুরা।

প্রশ্ন: বলিউড ট্রিভিয়া নিয়ে কুইজ হলে কে জিতবেন কলকাতা নাইট রাইডার্সের?

সাকিব: আমার মনে হয়, ডি.কে (দিনেশ কার্তিক)।

প্রশ্ন: কে বেশি ফ্যাশনেবল মনে হয়, আন্দ্রে রাসেল নাকি সুনীল নারাইন?

সাকিব: দু’জনেই ফ্যাশনেবল। আন্দ্রে একটু বেশি।

প্রশ্ন: ক্রিকেট নিয়ে কার সঙ্গে আলোচনা করতে ভালোলাগে?

সাকিব: আমার দুই কোচ সালাহউদ্দীন স্যার এবং ফাহিম স্যার।

প্রশ্ন: কোয়ারেন্টাইনে থাকার সময়ে কোন জিনিসটা থাকতে হবে?

সাকিব: ইন্টারনেট।

প্রশ্ন: কোন মাঠে ছয় হাঁকানো কঠিন?

সাকিব: খুব সম্ভবত মেলবোর্ন। কেন না, এই মাঠটা আয়তনে অনেক বড়।

প্রশ্ন: উইকেট-রক্ষক হিসেবে কে বেশি কথা বলে? মুশফিক নাকি দীনেশ কার্তিক?

সাকিব: দিনেশ কার্তিক।

প্রশ্ন: রান নেওয়ার সময় যদি কোনো বোলার আপনার কাঁধে ধাক্কা দেয় তবে কী করবেন?

সাকিব: তার দিকে তাকিয়ে হাসব।

প্রশ্ন: ধরুণ আপনি ফুটবল বিশ্বকাপের ফাইনালে খেলছেন, সেখানে ফলাফল নির্ধারিণ হবে পেনাল্টিতে। তখন কাকে বাছাই করবেন শট নিতে? বাংলাদেশ বা কলকাতা দলের।

সাকিব: কেকেআরে খুব বেশি ফুটবল খেলা হয়নি আমার তবে আমার মনে হয় এউইন মরগ্যান ভালো করবে। কেন না, সে একজন ইংলিশ এবং নিয়মিত ফুটবল খেলে।

প্রশ্ন: স্ত্রীর সঙ্গে সিনেমা দেখতে বসলে কোন সিনেমাটা দেখবেন?

সাকিব: সুপারহিরো সিনেমা।

প্রশ্ন: নিয়মিত ওয়ার্কআউট নিয়ে কে বেশি কথা বলতে ভালোবাসেন?

সাকিব: বাংলাদেশ দলে মুশফিকুর রহিম।

প্রশ্ন: আন্দ্রে রাসেলের সঙ্গে রেসলিং খেললে কে জিতবেন?

সাকিব: আন্দ্রে রাসেল।

প্রশ্ন: বিকেএসপিতে কে বেশি দুষ্ট ছিল? আপনি নাকি মুশফিক?

সাকিব: আমার ধারণা, আমি।

প্রশ্ন: ক্রিকেটের বাইরে কোন খেলার ম্যাচের টিকিট কেটে খেলা দেখতে চাইবেন?

সাকিব: ফুটবল। যে কোনো ফাইনাল, যদি সেখানে বার্সেলোনা বা আর্জেন্টিনা থাকে।

প্রশ্ন: গত এক মাসে কোন গানটা বেশি শোনা হয়েছে?

সাকিব: নির্দিষ্ট নেই তবে একটা আছেম সেটা 'অ্যাট মাই ওয়ার্স্ট', তবে শিল্পীর নাম জানি না।

প্রশ্ন: সুপার পাওয়ার পেলে একটা জিনিস যদি করতে চান সেটি কী?

সাকিব: যেভাবেই হোক, করোনাভাইরাস মুছে দিতে চাইবো পৃথিবী থেকে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর