thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: সিইসি

২০২১ জুন ১২ ১৭:৩০:৩৬
নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: সিইসি

দ্য রিপোর্ট প্রতিবেদক: স্থানীয় রাজনীতির সমীকরণ আর অভ্যন্তরীণ দলাদলিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালে বিশৃঙ্খলার শঙ্কা প্রকাশ করেছেন মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা। পরিস্থিতি সামলাতে প্রত্যেক ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট চেয়েছেন তারা।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সাথে বৈঠকে নানা শঙ্কার কথা উঠে এসেছে।

আজ শনিবার (১২ জুন) সকালে বরিশাল সার্কিট হাউজ সভা কক্ষে আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই সভা অনুষ্ঠিত হয়।

মাঠ পর্যায়ের নির্বাচন সংশ্লিষ্টদের সাথে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার হুঁশিয়ারী দিয়ে বলেন, কে কোন দলমতের তা বিবেচনা করা হবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে বিভিন্ন এলাকায় নির্বাচন স্থগিত করলেও, বরিশালসহ যেসব এলাকায় করোনা সংক্রমণ কম, সে রকমের ২০৮টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় নির্ধারিত সময় ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার নির্দেশ দেয়া হয়েছে এই বৈঠক থেকে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১২ জুন, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর