thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

দর বৃদ্ধির কারণ জানেনা লুব-রেফ 

২০২১ জুন ১৫ ১২:১০:২৯
দর বৃদ্ধির কারণ জানেনা লুব-রেফ 

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লুব-রেফ বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে। এটাকে অনেকেই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হিসেবে আখ্যায়িত করছেন। ডিএসই কোম্পানিকে দর বৃদ্ধির কারণ জানাতে বলেছে।অস্বাভাবিক বাড়ার কারণ দর্শাতে কোম্পানিটেকে গত ১৪ জুন নোটিশ পাঠায় ডিএসই। তবে কোম্পানিটি বলেছে - দর বৃদ্ধির কারণটি তাদের কাছে অজানা। অর্থ্যাৎশেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

জানা যায়,এ মাসের প্রথম দিন লুব-রেফের শেয়ারের দর ছিল ৪১ টাকা ৩০ পয়সা ।যা ১৪ জুন শেয়ারের দাম গিয়ে দাড়ায় ৫৬ টাকা ৫০ পয়সায়। মঙ্গলবারওকোম্পানিটির শেয়ারের দর বাড়ছে।

উল্লেখ্য, আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে কোম্পানিটি ১৫০ কোটি টাকা তোলে । এজন্য৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি শেয়ার বাজারে ছাড়ে কোম্পানি। এ বছরের ৯ মার্চ থেকে শেয়ার লেনদেন শুরু করে কোম্পানিটি।

দ্য রিপোর্ট/এএস/১৫ জুন,২০২১

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর