thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

সূচক ও লেনদেনে উত্থান 

২০২১ জুন ১৬ ১৭:৫৩:৪৯
সূচক ও লেনদেনে উত্থান 

দ্য রিপোর্ট প্রতিবেদক: বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সব মূল্যসূচক ও লেনদেনে উত্থান দেখা গেছে। পাশপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর।অন্যদিকে,চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫১ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৬পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৮৩ ও ১২৮৮ পয়ন্টে।

বুধবার ডিএসইতে দুই হাজার ১০৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।গতকাল লেনদেন হয়েছিল ২ হাজার ৩২ কোটি ৫৮ লাখ টাকার। এ হিসেবেআজ ডিএসইতে আগের দিন থেকে ৭৭ কোটি ১০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে।

ডিএসইতে দিনভর লেনদেনে অংশ নেয়া মোট ৩৭২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮২টির, দর কমেছে ১৫৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫৪১ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৪টির, দর কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।সিএসইতে লেনদেন হয়েছে ৭৯ কোটি ১৭ লাখ টাকার শেয়ার।

দ্য রিপোর্ট/এএস/১৬জুন,২০২১

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর