thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ভারতে কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত

২০২১ জুন ১৭ ০৯:৪৮:৩৮
ভারতে কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতে এখনও কিছুটা নিম্নমুখী করোনার সংক্রমণ। একদিনে কোভিড আক্রান্ত ১ হাজার ৩৩২ জনের মৃত্যু হয়েছে দেশটিতে।

বুধবার নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে ৬৭ হাজার সাড়ে ৫শ’য়ের ওপর। ঠিক এক সপ্তাহ আগেই দৈনিক সংক্রমিত শনাক্তের সংখ্যা ছিল ৯০ হাজারের ওপর।

অবশ্য এখনও ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে দেশটির ৫ রাজ্যকে। চলতি মাসের প্রথম দুই সপ্তাহে রাজ্যগুলোর সংক্রমণ শনাক্তের সংখ্যা লাখের ওপর। ২ লাখ ৪৩ হাজার সংক্রমণ নিয়ে শীর্ষে তামিলনাড়ু। এরপর রয়েছে কেরালা, মহারাষ্ট্র কর্নাটক ও অন্ধ্রপ্রদেশ।

ভারতের আইসিএমআর এর গবেষণা বলছে, সেকেন্ড ওয়েভে গর্ভবর্তী ও নতুন মায়েদের মধ্যে সংক্রমণ প্রায় দ্বিগুণ হয়েছে। তাদের মৃত্যুহারও বেড়েছে আশঙ্কাজনক হারে। ফার্স্ট ওয়েভের শূণ্য দশমিক ৭ এর বিপরীতে এখন গর্ভবর্তী ও নতুন মায়েদের করোনায় মৃত্যুহার দাঁড়িয়েছে ৫.৭ শতাংশ।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭ জুন, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর