thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

যে সব পণ্যে নগদ সহায়তা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক

২০২১ জুন ১৭ ২০:৪০:২০
যে সব পণ্যে নগদ সহায়তা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক

দ্য রিপোর্ট প্রতিবেদক:হাতে তৈরি পণ্য রফতানির বিপরীতে নগদ সহায়তার পরিধি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। পণ্যগুলোর মধ্যে রয়েছে হোগলা, খড়, আখের/নারিকেলের ছোবড়া, গাছের পাতা/খোল ও গার্মেন্টসের ঝুট কাপড় ইত্যাদি। বৃহস্পতিবার (১৭ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একাটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী হাতে তৈরি পণ্য (হোগলা, খড়, আখের/নারিকেলের ছোবড়া, গাছের পাতা/খোল, গার্মেন্টসের ঝুট কাপড় ইত্যাদি) রফতানির বিপরীতে নগদ সহায়তা প্রাপ্যতার ক্ষেত্রে প্রচলিত জাতীয় শিল্পনীতি অনুযায়ী উৎপাদন প্রক্রিয়ায় হাতের ব্যবহারের পাশাপাশি প্রয়োজনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যাবে। তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে।

সেগুলো হলো- উৎপাদন কার্যক্রমে আধুনিক প্রযুক্তি সম্বলিত যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে উপযুক্ত কায়িক শ্রমের প্রত্যক্ষ সম্পৃক্ততা থাকতে হবে। যন্ত্রপাতি ও কায়িক শ্রম ব্যবহারের স্বপক্ষে পোষাক কর্তৃপক্ষ এর নিবন্ধন থাকতে হবে। জাহাজীকরণের ক্ষেত্রে আজ থেকেই এই নির্দেশনা প্রযোজ্য হবে।

আলোচ্য রফতানির বিপরীতে নগদ সহায়তার আবেদনপত্রের সাথে সকল ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুমোদিত সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিত্বকারী অ্যাসোসিয়েশনের প্রত্যয়নপত্র সংযোজন করতে হবে। আলোচ্য রফতানিতে নগদ সহায়তা প্রদানের ক্ষেত্রে জারিকৃত অন্যান্য সার্কুলারপত্রের প্রযোজ্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

দ্য রিপোর্ট/এএস/১৭জুন,২০২১

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর