thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

জামিন পেয়েছেন সাবেক ডিআইজি পার্থ গোপাল বণিক

২০২১ জুন ২০ ০৬:৪৩:০০
জামিন পেয়েছেন সাবেক ডিআইজি পার্থ গোপাল বণিক

দ্য রিপোর্ট প্রতিবেদক: অর্থপাচার ও ঘুষ গ্রহণ মামলায় বরখাস্ত হওয়া সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিক জামিন পেয়েছেন।

গত বৃহস্পতিবার (১৭ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনের ভার্চুয়াল আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। আগামী ১৫ জুলাই পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছেন বিচারক।

জানা গেছে, পার্থ গোপাল বণিকের আইনজীবী বৃহস্পতিবার তার জামিন আবেদন করেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৯ জুলাই দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ পার্থ গোপাল বণিককে আসামি করে এই মামলাটি দায়ের করা হয়েছিল।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, সাবেক কারা পরিদর্শক পার্থ গোপাল বণিক সরকারি চাকরিতে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে ৮০ লাখ টাকা অবৈধভাবে অর্জন করে। অবৈধ উপায়ে অর্জিত বর্ণিত ৮০ লাখ টাকার হিসেব ও তথ্য গোপন করে বিদেশে পাচারের জন্য নিজ বাসস্থানে রেখেছিলেন। যা অর্থ পাচার আইনে শাস্তি যোগ্য অপরাধ।

(দ্য রিপোর্ট/আরজেড/২০ জুন, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর