thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

লাইসেন্স জালিয়াতির দায়ে দুটি কোম্পানির বিরুদ্ধে মামলা, জরিমানা 

২০২১ জুন ২৩ ২২:১৭:১৪
লাইসেন্স জালিয়াতির দায়ে দুটি কোম্পানির বিরুদ্ধে মামলা, জরিমানা 

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানীর ওয়ারী এলাকায় অবস্থিত হযরত গোলাপশাহ্ বেকারীকে সিএম লাইসেন্স ব্যতীত মান চিহ্ন ব্যবহার করে পণ্য বাজারজাত করার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।পাশাপাশি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন,২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

সিএম লাইসেন্স ব্যতীত মান চিহ্ন ব্যবহার করে পণ্য বাজারজাত করার অপরাধে একটি বেকারিকে জরিমানা ও তাদের বিরুদ্ধে মামলা দায়ের এবং অপর একটিকে সীলগালা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।বুধবার পৃথক দু'টি এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা মামলাও প্রতিষ্ঠান সিলগালা করা হয়। এছাড়াও ঢাকা জেলার নয়া পল্টন এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করার অপরাধে নিউ আল-আমিনের কারখানা সীলগালা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে সংস্থাটির ফিল্ড অফিসার মোঃ রেজানুর রহমান সরকার অংশগ্রহণ করেন।

দ্য রিপোর্ট/এএস/২৩জুন ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর