thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

সৌদি ও কুয়েতগামী কর্মীদের টিকার জন্য প্রাক-নিবন্ধন চলছে

২০২১ জুলাই ০৪ ১৪:৩৪:০৩
সৌদি ও কুয়েতগামী কর্মীদের টিকার জন্য প্রাক-নিবন্ধন চলছে

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনার টিকা পেতে অগ্রাধিকার ভিত্তিতে সৌদি আরব ও কুয়েতগামী কর্মীদের প্রাক-নিবন্ধন চলছে।

আজ রবিবার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ভবনে এ কার্যক্রম শুরু হয়।

মন্ত্রণালয় জানায়, টিকার জন্য দুই ধাপে নিবন্ধন করতে হবে বিদেশগামী কর্মীদের। প্রথমে ‘আমি প্রবাসী’ অ্যাপে ও পরে ‘সুরক্ষা’ অ্যাপে নিবন্ধন করতে হবে। গত শুক্রবার ‘আমি প্রবাসী’ অ্যাপে নিবন্ধনের কথা থাকলেও প্রথম দিনেই সার্ভার জটিলতায় ভোগান্তিতে পড়েন প্রবাসী কর্মীরা। পরে গতকাল থেকে টিকার জন্য প্রাক-নিবন্ধন শুরু হয়।

‘আমি প্রবাসী’ অ্যাপের নিবন্ধনকারীদের পাসপোর্টের ভেরিফিকেশন করা হচ্ছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে। তবে এক সঙ্গে এক হাজারের বেশি আবেদন গ্রহণ ও যাচাইয়ের সক্ষমতা না থাকায় জটিলতা হচ্ছে। এ জটিলতা দূর করতে এনটিএমসকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৪ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জনশক্তি-এয়ারলাইন্স এর সর্বশেষ খবর

জনশক্তি-এয়ারলাইন্স - এর সব খবর