thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

হাইতির নিহত প্রেসিডেন্টের অন্ত্যেষ্টিক্রিয়া ২৩ জুলাই

২০২১ জুলাই ১৭ ১৪:১৯:০৩
হাইতির নিহত প্রেসিডেন্টের অন্ত্যেষ্টিক্রিয়া ২৩ জুলাই

দ্য রিপোর্ট ডেস্ক: হাইতির নিহত প্রেসিডেন্ট জোভেনাল মইসির অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ২৩ জুলাই অনুষ্ঠিত হবে। এদিকে চরম সংকটের মুখে পড়া দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম নেতা জিয়ান-বার্ট্রান্ড অ্যারিস্টিড কিউবায় চিকিৎসা গ্রহণের পর দেশে ফিরে এসেছেন।

রাষ্ট্রীয় এ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান হাইতির উত্তরের ঐতিহাসিক নগরী ক্যাপ-হাইতিয়েনে অনুষ্ঠিত হবে। মইসি গত ৭ জুলাই তার বাসভবনে সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার পর দেশটি চরম বিশৃংখলার মুখে পড়ে।

মইসির স্ত্রী মার্টিন মইসি তার স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের জন্য দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। ওই সন্ত্রাসী হামলায় তিনিও মারাত্মকভাবে আহত হন এবং বর্তমানে তাকে যুক্তরাষ্ট্রে চিকিৎসা দেয়া হচ্ছে।

এক সংবাদ সম্মেলনে অন্তবর্তী প্রধানমন্ত্রী ক্লাউডি জোসেফ বলেন, ‘ফার্স্ট লেডি তার নিহত স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য দেশে ফিরে আসবেন। সন্ত্রাসী হামলায় প্রেসিডেন্ট নিহত হওয়ার সময় তিনিও মারাত্মকভাবে আহত হন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে হাসপাতালে ভর্তি রয়েছেন।
খবর এএফপি

(দ্য রিপোর্ট/আরজেড/১৭ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর