thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

তালেবানের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র

২০২১ জুলাই ২৬ ১৫:০৮:৩৭
তালেবানের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র

দ্য রিপোর্ট ডেস্ক: আফগান সরকারের সমর্থনে তালেবানের অবস্থানে বিমান হামলা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে তালেবানের হামলা বেড়ে যাওয়ায় কাবুলে রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের সিনিয়র সামরিক কমান্ডার কেনেথ ম্যাকেঞ্জি।

ম্যাকেঞ্জি বলেন, সামনের দিনগুলোতে আফগান সরকার কঠিন পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছে। বেশ কয়েক দিন ধরে আফগান সরকারের সমর্থনে তালেবানের অবস্থানে বিমান হামলা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। যদি তালেবান তাদের হামলা অব্যাহত রাখে, তবে আফগান সরকারের সমর্থনে সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রও বিমান হামলা চালিয়ে যাবে।

তবে ৩১ আগস্টের পরও মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়ে যাবে কিনা সে বিষয়ে কিছু বলতে অস্বীকার করেছেন ম্যাকেঞ্জি।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। এর মধ্যে দেশের প্রায় অর্ধেকেরও বেশি জেলার দখল নিয়েছে তালেবান। সশস্ত্র গোষ্ঠীটির এ অগ্রযাত্রা রুখতে হিমশিম খাচ্ছে আফগান সরকার। মূলত সরকারকে সহায়তা করতেই মার্কিন বাহিনী বিমান হামলা অব্যাহত রাখতে চাইছে।
খবর আলজাজিরা

(দ্য রিপোর্ট/আরজেড/২৬জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর