thereport24.com
ঢাকা, রবিবার, ৬ জুলাই 25, ২১ আষাঢ় ১৪৩২,  ১০ মহররম 1447

অলিম্পিক আরচারির শেষ ৩২-এ রোমান সানা

২০২১ জুলাই ২৭ ১০:৫৫:৫১
অলিম্পিক আরচারির শেষ ৩২-এ রোমান সানা

দ্য রিপোর্ট ডেস্ক: সেই দুই বছর আগ থেকে শুরু হয়েছিল অপেক্ষা। স্বপ্নের বয়সটা অবশ্য আরও বড়। সেই স্বপ্নের মঞ্চটায় অবশেষে তির ছুটল রোমান সানার হাত থেকে।

অলিম্পিক আরচারির এলিমিনেশন রাউন্ডে দেশসেরা এই আরচার পেয়েছেন রুদ্ধশ্বাস এক জয়। তাতে প্রতিযোগিতার শেষ ৩২-এ পা রেখেছেন তিনি, গড়া হয়ে গেছে ইতিহাসও!

(দ্য রিপোর্ট/আরজেড/২৭জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর