thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

মরমী শিল্পী আবদুল আলীমের জন্মদিন আজ

২০২১ জুলাই ২৭ ১১:২৩:১২
মরমী শিল্পী আবদুল আলীমের জন্মদিন আজ

দ্য রিপোর্ট ডেস্ক: কিংবদন্তি কণ্ঠশিল্পী আবদুল আলীমের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩১ সালের আজকের এইদিনে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের তালিবপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সংগীতের প্রবল অনুরাগী।

গ্রামোফোন রেকর্ডে গান শুনে তার গান গাওয়ার আগ্রহ জন্মে সে সময়েই। মাত্র ১৩ বছর বয়সে ১৯৪৩ সালে তার গান প্রথম রেকর্ড হয়। পরবর্তীতে টেলিভিশন ভবন চালু হলে এখানেও তিনি সংগীত পরিবেশন শুরু করেন।

চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এ প্রথম প্লে-ব্যাক শিল্পী হিসেবে কণ্ঠ দেন আবদুল আলীম। গুণী এ শিল্পীর ৫শ’ গান রেকর্ড হয়েছে।

সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একুশে পদক, পূর্বাণী চলচ্চিত্র পুরস্কার ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার। ১৯৭৪ সালের ৫ই সেপ্টেম্বর বরেণ্য এই সংগীতশিল্পী ইন্তেকাল করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর