thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

রাতে আসছে আরও ৩০ লাখ ডোজ টিকা

২০২১ জুলাই ৩০ ১৬:৫৭:০৫
রাতে আসছে আরও ৩০ লাখ ডোজ টিকা

দ্য রিপোর্ট প্রতিবেদক: চীন থেকে সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা আসছে বাংলাদেশে। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে টিকার চালানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে।

স্বাস্থ্য অধিদপ্তরের প‌রিচালক ও লাইন ডিরেক্টর ড. শামসুল হক বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন।

চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের বাণিজ্যিকভাবে কেনা ১০ লাখ ডোজ টিকার প্রথম চালান দেশে আসে ২ জুলাই। এর পরদিন সিনোফার্ম থেকে ১০ লাখ ডোজ টিকা আসে। সবশেষ গত ১৭ জুলাই রাতে দুই চালানে আরও ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়। সিনোফার্মের মোট ৪০ লাখ ডোজ টিকা দেশে এসেছে।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি ৫ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায় চীন। দ্বিতীয় দফায় ১৩ জুন আরও ৬ লাখ টিকা পাঠায়। সব মিলিয়ে মোট ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। এখন আরও ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে দেশটি।

চুক্তি অনুযায়ী, তিন মাসের মধ্যে সিনোফার্ম থেকে মোট দেড় কোটি ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর