thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩ আশ্বিন ১৪২৮,  ২০ সফর 1443

ভারতের পাঞ্জাবে খুলছে স্কুল

২০২১ জুলাই ৩১ ২১:০২:১০
ভারতের পাঞ্জাবে খুলছে স্কুল

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের পাঞ্জাব রাজ্য সরকার আগামী ২ আগস্ট থেকে স্কুল খোলার নির্দেশনা দিয়েছে। শনিবার সরকারের পক্ষ থেকে দেয়া নির্দেশনায় বলা হয়েছে, সোমবার থেকে রাজ্যের সব স্কুল খুলে দেয়া হচ্ছে। করোনা মহামারিতে প্রটোকল মেনে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হবে। এনডিটিভির খবরে এসব তথ্য জানা গেছে।

করোনা ব্যাপকহারে বেড়ে যাওয়ায় গত বছরের মার্চ মাসে সব রাজ্যের স্কুল বন্ধ রাখার নির্দেশনা দেয় দেশটির সরকার। প্রথম ধাপে করোনার বেগ খুব একটা না পেলেও দ্বিতীয় ধাপে বিপর্যয় নেমে আসে ভারতে। বহু মানুষের প্রাণ যায় করোনায়। এবার তৃতীয় ঢেউয়ের শঙ্কা তৈরি হয়েছে। এমন সময় স্কুল খোলার সিদ্ধান্ত নিলো পাঞ্জাব রাজ্য সরকার। যদিও ভার্চুয়াল ক্লাসও চালু থাকছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, স্টাফসহ সবাইকে ভ্যাকসিন নিয়ে আসতে হবে।

শনিবার পর্যন্ত রাজ্যটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫৪৪ জন। সেখানে সুস্থ হয়েছেন ৫ লাখ ৮২ হাজার ২১৭ জন। আর করোনায় মারা গেছেন ১৬ হাজার ২৯২ জন।

টানা চার মাস বন্ধ থাকার পর স্কুল খোলায় খুশি শিক্ষার্থীরা। এক শিক্ষার্থী বলেন, ‘স্কুল খুলবে শুনে খুশি হয়েছি, আমরা অনলাইনে ক্লাস করছি, তবে সরাসরি ক্লাসেই আমরা বেশ বুঝতে পারি’

(দ্য রিপোর্ট/আরজেড/৩১জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর