thereport24.com
ঢাকা, শনিবার, ১৬ অক্টোবর ২০২১, ৩০ আশ্বিন ১৪২৮,  ৯ রবিউল আউয়াল 1443

‘চ্যালেঞ্জ করে বলতে পারি, ওই কবরে জিয়ার লাশ নেই’

২০২১ আগস্ট ৩০ ১৯:০৬:০৪
‘চ্যালেঞ্জ করে বলতে পারি, ওই কবরে জিয়ার লাশ নেই’

দ্য রিপোর্ট প্রতিবেদক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, চ্যালেঞ্জ করে বলতে পারি, ওই কবরে জিয়ার লাশ নেই। জিয়ার কফিনের মধ্যে কি মানুষ ছিল, নাকি অন্যকিছু ছিল? প্রমাণ থাকলে ছবি দেখাতে হবে।

সোমবার (৩০ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় মন্ত্রী বলেন, জিয়ার কবরে লাশ নেই। থাকলে ডিএনএ টেস্ট করে তার প্রমাণ করুন। কেবল জিয়ার কবরই নয়, জাতীয় সংসদ এলাকায় লুই কানের নকশাবহির্ভূত যত কবর ও অবৈধ স্থাপনা রয়েছে, সব অপসারণ করতে হবে।

তিনি বলেন, জিয়াউর রহমানের কবর মহান জাতীয় সংসদের পাশে থাকতে পারে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই করবে লাশ নেই।

মীর কাশেমের রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, যুদ্ধাপরাধী সবার ফাঁসি হবে। যুদ্ধাপরাধী দল হিসেবে অচিরেই জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ও সম্পদ বাজেয়াপ্ত হবে।

টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাবেক বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার মাহবুব উদ্দিন আহমদ, আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমুখ।

.(দ্য রিপোর্ট/আরজেড/৩০ আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর