thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১, ৩০ আশ্বিন ১৪২৮,  ৮ রবিউল আউয়াল 1443

নতুন দুই প্রবাসী ফুটবলারকে বরণ করলেন বাংলাদেশ অধিনায়ক

২০২১ আগস্ট ৩০ ১৯:১২:৫০
নতুন দুই প্রবাসী ফুটবলারকে বরণ করলেন বাংলাদেশ অধিনায়ক

দ্য রিপোর্ট ডেস্ক: ডেনমার্ক থেকে জামাল ভূঁইয়া, ফিনল্যান্ড থেকে তারিক কাজীদের জাতীয় দলে অভিষেক হয়েছে। প্রথমবারের মতো সুযোগ হয়েছে নায়েব মো. তাহমিদ ইসলাম ও রাহবার ওয়াহেদ খান শরনের। দুইজনের কিরগিজিস্তানে অবস্থানরত বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন দুই অ্যাটাকিং মিডফিল্ডার।

সোমবার (৩০ আগস্ট) দ্বিতীয় দিনের মত ঘাম ঝড়ানো অনুশীলন করল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্থানীয় স্পোর্টস সিটি ফিল্ডে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত অনুশীলন করে জেমি ডে’র শিষ্যরা।

প্রধান কোচ বলেন, এখানে আসার পর দুটি সেশন করেছি। নতুন ডাক পাওয়া তাহমিদ ও শরণ ফ্রান্স ও কানাডা থেকে যোগ দিয়েছেন। আজকের সেশনে তাদের আমরা পেয়েছি। আশাকরি আগামী দুই একদিনের মধ্যে তারা দলের সঙ্গে মানিয়ে নিবে।’

ফ্রান্সের পঞ্চম স্তরের দল ভের্তুর হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাহমিদের।

লাল-সবুজদের সঙ্গে প্রথম অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলন করে ভালো লাগছে। আমি চাই ভালো করে অনুশীলনের মাধ্যমে মূল একাদশে জায়গা করে নিতে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

কানাডার সেমি প্রফেশনাল ওয়ান লিগ নর্থ টরন্টো নিট্রোস ক্লাবের হয়ে খেলছেন শরন। তার ভাষায়, ‘আজকে আমি প্রথম অনুশীলন করলাম জাতীয় দলের সঙ্গে। সব মিলিয়ে অনেক ভালো সময় কাটালাম। সবাই স্বাগত জানিয়েছেন। তাদের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করেছি। তিন ঘণ্টা চলেছে আমাদের অনুশীলন। সবাই ফিট আছেন। আগামী অনুশীলনের অপেক্ষায় আছি। ভালো করার মাধ্যমে একাদশে জায়গা পেতে মুখিয়ে আছি।’

এদিকে অধিনায়ক জামাল নতুন দুই প্রবাসীর সঙ্গে ছবি তুলে নিজের ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘নতুন দুইজনকে স্বাগত জানাই। তাহমিদ ও শরন শুভ কামনা।’

আগামী অক্টোবরে মালদ্বীপে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে কিরগিজস্তান, ফিলিস্তিনের সঙ্গে তিনজাতি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। ৫ সেপ্টেম্বর প্রথম ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে। ৭ তারিখ দ্বিতীয় ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে লড়বে বাংলাদেশ। কিরগিজ অনূর্ধ্ব ২৩ দলের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচ হবে ৯ সেপ্টেম্বর।

.(দ্য রিপোর্ট/আরজেড/৩০ আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর