thereport24.com
ঢাকা, বুধবার, ১ ডিসেম্বর ২০২১, ১৭ অগ্রহায়ণ ১৪২৮,  ২৫ রবিউস সানি 1443

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের প্রাচীর ধসে আহত ৭

২০২১ সেপ্টেম্বর ১২ ১৫:৪১:৩৯
চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের প্রাচীর ধসে আহত ৭

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় বাংলাদেশ ব্যাংকের সীমানাপ্রাচীর আকস্মিকভাবে ধসে পড়েছে। এতে গুরুতর আহত ৭ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

আজ রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কোতোয়ালি থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের সীমানাপ্রাচীর ধসের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে ৭ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবার চিকিৎসা চলছে। এ ছাড়া চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের এক টিম ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এর আগে রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে কোতোয়ালি থানার বিপরীতে প্রধান সড়কের পাশে সীমানাপ্রাচীরের বড় একটি অংশ ধসে পড়ে।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের যে অংশে সীমানাপ্রাচীর ধসের ঘটনা ঘটেছে তার নিচেই বেশ কয়েকজন হকার পসরা সাজিয়ে বেচাকেনা করতেন। এ ছাড়া এই পথে ফুটপাত ধরে বিস্তর মানুষের যাতাযাত রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১২ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর