thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

চলতি বছর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নয়: মহাপরিচালক

২০২১ সেপ্টেম্বর ১৫ ১৯:১৩:১২
চলতি বছর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নয়: মহাপরিচালক

দ্য রিপোর্ট প্রতিবেদক: চলতি বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুর আলম। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ কথা জানান তিনি।

ডিপিই মহাপরিচালক বলেন, চলতি বছর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কেননা আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে দুটি বড় পাবলিক পরীক্ষা আছে। এছাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনও আছে। নির্বাচনের সময় আমাদের সব শিক্ষক ব্যস্ত হয়ে পড়বেন। ফলে এই সময় পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, আমরা চলতি অর্থ বছরের মধ্যে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করবো। এক্ষেত্রে আগামী জুন মাসে সহকারী শিক্ষক নিয়োগের এমসিকিউ পরীক্ষা আয়োজন করা হতে পারে।

এর আগে দেশের কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ‘চলতি বছরই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা’ শিরোনামে সংবাদ প্রচার করা হয়। তবে এর কোনো সত্যতা নেই বলে ডিপিই মহাপরিচালক দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর