thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

‘শুভ জন্মদিন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নায়ক’

২০২১ সেপ্টেম্বর ১৯ ১৫:২৮:১৯
‘শুভ জন্মদিন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নায়ক’

দ্য রিপোর্ট ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। মাত্র চার বছরের অভিনয় ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন ক্ষণজন্মা এই অভিনেতা। খ্যাতির শীর্ষে থাকা অবস্থাতেই রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন তিনি। তবে লাখো-কোটি ভক্ত আজও তাকে মনে রেখেছেন। রোববার (১৯ সেপ্টেম্বর) রোমান্টিক চলচ্চিত্রের ধ্রুবতারা, অমর নায়ক সালমান শাহর জন্মদিন। বিশেষ এই দিনে তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সুপারস্টার শাকিব খান।

শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ একটি স্ট‌্যাটাস দিয়েছেন। শুরুতে তিনি লিখেন, ‘দ্যুতিময় এক শিল্পীর নাম সালমান শাহ। বেঁচে থাকলে তিনি আজ ৫০ বছরে পা রাখতেন। হয়তো বয়সের ছাপ ফুটে উঠতো তার হাসিতে। গলায় ভর করতো গাম্ভীর্য। দুয়েকটা সাদাচুল দেখা গেলেও তার নায়ক সুলভ ব্যক্তিত্বের সামনে হয়তো কোনো পাত্তাই পেত না! তাকে নিয়েই ৫০তম জন্মদিনের সুর্বণ জয়ন্তী পালন করতাম।’

অল্প দিনের অভিনয় জ‌ীবনে এতটা ভালোবাসা পাওয়া দুর্লভ বিষয় বলে মনে করেন শাকিব খান। তা জানিয়ে এই অভিনেতা লিখেন, ‘বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ক্ষণজন্মা এই মানুষটি ২৫ বছর আগে চলে গেলেও আজও আমার মনে সেই ২৫ বছরের তরুণ নায়ক হয়ে দাগ কেটে আছেন। যে দাগটা তার প্রস্থানের এত বছর পরও জ্বলজ্বলে। অভিনয় জীবনে অল্পসময়ে এত মানুষের ভালোবাসা পাওয়া যে সত্যি দুর্লভ, ভাগ্যের ব্যাপার, সেটা সালমান শাহকে দেখলে বোঝা যায়। আজও বাংলার মানুষ তাকে আবেগ ও শ্রদ্ধায় স্মরণ করছে, ভবিষ্যতেও করে যাবে।’

সালমান শাহ তার কর্মের কারণে মানুষের মাঝে বেঁচে আছেন। বিষয়টি উল্লেখ করে শাকিব খান লিখেন, ‘একজন মানুষ অমরত্ব পায় তার কর্মের মাধ্যমে। সালমান শাহ নামক মহান শিল্পী অকালে চলে গিয়েও আমাদের কাছে অমর হয়ে আছেন। তিনি বেঁচে থাকবেন তার ভক্ত অনুরাগীদের হৃদয়ে, প্রজন্ম থেকে প্রজন্মে। শুভ জন্মদিন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নায়ক সালমান শাহ।’

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। ঢাকাই চলচ্চিত্রে সালমান শাহর পথচলা শুরু প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে। ব্যক্তিগত জীবনে সামিরার সঙ্গে সংসার বেঁধেছিলেন সালমান শাহ।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর