thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

দুর্গাপূজা: হিলি বন্দরে আমদানি-রপ্তানি ৬ দিন বন্ধ থাকবে

২০২১ অক্টোবর ০৮ ১০:২৯:১৫
দুর্গাপূজা: হিলি বন্দরে আমদানি-রপ্তানি ৬ দিন বন্ধ থাকবে

দ্য রিপোর্ট প্রতিবেদক: দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ৬ দিন ভারত থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম স্বাভাবিক থাকবে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত ৮ টায় বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ভারতীয় হিলির সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন একটি চিঠির মাধ্যমে আমাদের এ বিষয়টি জানিয়েছেন। তারা জানান এই ৬ দিন ব্যবসায়ীদের কোনো প্রকার পণ্য এই বন্দরে আমদানি-রপ্তানি করবেন না।

হিলি পানামা পোর্ট লিংকের সহকারী ব্যবস্থাপক অতিশ কুমার শ্যানাল জানান, পূজা উপলক্ষে ভারত থেকে ৬ দিন কোন প্রকার পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই বন্দরে অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর