thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

ট্রলার ডুবির ঘটনায় এক শিশুর মরদেহসহ ৬ জন কে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড

২০২১ অক্টোবর ১৯ ০৬:৩৯:৫৭
ট্রলার ডুবির ঘটনায় এক শিশুর মরদেহসহ ৬ জন কে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড

দ্য ‍রিপোর্ট প্রতিবেদক: ভোলা জেলার দক্ষিণ আইচা থানাধীন মেঘনা নদীর চর ফাতিলা এলাকায় যাত্রী ও মালামালবাহী ০১ টি ইঞ্জিন চালিত কাঠের ট্রলার বৈরী আবহাওয়া ও ঝড়ের কবলে পড়ে ০৯ জন যাত্রীসহ ডুবে যায়।

সোমবার (১৮ অক্টোবর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি আউটপোস্ট চরমানিকা হতে দ্রুততার সহিত ০১ টি বিশেষ উদ্বারকারী দল ঘটনাস্থলে গমন করে। পরবর্তীতে ডুবে যাওয়া ট্রলারের ০৯ যাত্রীর মধ্যে ০৬ জন যাত্রীকে জীবিত এবং শিশু মোঃ জুনায়েদ হোসেন (০২) এর মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যাক্তিদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং মৃতদেহটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এছাড়া এখনো ০২ জন যাত্রী নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিরা হলেন ভোলা জেলার দক্ষিণ আইচা থানাধীন মুজিবনগর এলাকার মোঃ স্বপন (২৬) ও তার মা মোছাঃ বিলকিছ বেগম (৫০)।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা কর্তৃক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর