thereport24.com
ঢাকা, রবিবার, ২২ মে ২০২২, ৮ জ্যৈষ্ঠ ১৪২৯,  ২০ শাওয়াল ১৪৪৩

আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৩৯

২০২১ নভেম্বর ২৬ ১৯:৩৫:৪৭
আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৩৯

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৭৩ জনে।

নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৪২৪ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ৮৩০ জন।

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৮৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৯১৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪১ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ৮ লাখ ১৮ হাজার ৭৮৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৫৬ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১ জন পুরুষ, ২ জন নারী। এ সময়ে ঢাকায় ১ ও খুলনায় ২ মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর