thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু

২০২১ নভেম্বর ২৯ ১৮:৪১:১৯
পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: নির্বাচনে পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।

জানা যায়, রবিবার নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বাখলজোড়াসহ সাত ইউনিয়ন পরিষদো নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে চেয়ারম্যান পদে মো. হাবিবুর রহমানসহ মোট চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে আওয়ামী লীগের বিদ্রোহী ইয়াকুব আলী তালুকদার জয়লাভ (৫,৯২১ ভোট) ও আওয়ামী লীগ মনোনীত মো. শফিকুল ইসলাম (৫,৭৬৬ ভোট) নিকটতম প্রতিদদ্বন্দ্বী হন।

পারিবারিক সূত্রে জানা যায়, জয় না পেলেও তিনি আরো বেশী ভোট আশা করেছিলেন। ভোট কম পাওয়ায় রবিবার রাতে নির্বাচনী ফলাফল জানার পর তিনি ভেঙে পড়েন। সোমবার দুপুরের দিকে তার হার্টঅ্যাটাক হয়। জরুরি অবস্থায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য প্রকল্পের হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত হাবিবুর রহমান উপজেলার গাবাউতা গ্রামের আব্দুল মতিনের ছেলে। নির্বাচনে তিনি ৩ হাজার ৩০০ ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন।

দুর্গাপুর থানার ওসি শাহনুর এ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর