thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ

২০২১ নভেম্বর ৩০ ১১:৪৭:৪৬
অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: অপেক্ষা ফুরাচ্ছিল না কিছুতেই। ধীরে ধীরে নিজেদের রানটা বাড়িয়ে নিচ্ছিল পাকিস্তান। এগিয়ে যাচ্ছিল জয়ের দিকে। কিন্তু বাংলাদেশের বোলাররা ফেলতে পারছিলেন না একটা উইকেটও। অবশেষে শেষ হলো ওই অপেক্ষা। বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ১৫১ রানে এসে প্রথম উইকেট হারিয়েছে পাকিস্তান।

দিনের দশম ওভারে আজ প্রথমবারের মতো আক্রমণে আনা হয়েছিল মিরাজকে। ওভারের পঞ্চম বলে অভিষিক্ত শফিককে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। রিভিউ নিয়েও নিজের উইকেট বাঁচাতে পারেননি শফিক। আম্পায়ার্স কলের কারণে সাজঘরে ফিরতে হয়েছে তাকে।

আউট হওয়ার আগে শফিক খেলেছেন ১২৯ বলে ৮ চার ও ১ ছয়ের মারে ৭৩ রানের ইনিংস। ম্যাচের প্রথম ইনিংসেও তার ব্যাট থেকে এসেছিল ৫২ রান। দুই ইনিংসেই ফিফটি হাঁকিয়ে নিজের অভিষেক রাঙিয়ে রাখলেন ২২ বছর বয়সী এ তরুণ।

শফিকের বিদায়ে ভেঙেছে পাকিস্তানের ১৫১ রানের উদ্বোধনী জুটি। প্রথম ইনিংসে আবিদ ও শফিক গড়েছিলেন ১৪৬ রানের জুটি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১৫৫ রান। তাদের জয়ের জন্য প্রয়োজন আর ৪৭ রান। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আবিদ অপরাজিত রয়েছেন ৮২ রানে। তাকে সঙ্গ দিতে নেমেছেন অভিজ্ঞ আজহার আলি।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর