thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

আধিপত্য বিস্তারে দুইপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২৫

২০২১ ডিসেম্বর ০২ ০৬:২৯:২৪
আধিপত্য বিস্তারে দুইপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২৫

দ্য রিপোর্ট প্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ২৫ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।

তবে তাৎক্ষণিক ভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর শহরের ইসহাকপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, ইসহাকপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী উস্তার গণি ও একই এলাকার নিজামুল করিমের লোকজনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

বুধবার সন্ধ্যায় দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে গুলিবিদ্ধ ২৫ জনসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ২৫ জনকে এখানে আনা হলে তাদের দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আরো বশেকয়েকজন আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, সংঘর্ষে অনেকে আহত হয়েছে শুনেছি। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০২ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর