thereport24.com
ঢাকা, সোমবার, ২৪ জানুয়ারি ২০২২, ১১ মাঘ ১৪২৮,  ২০ জমাদিউস সানি ১৪৪৩

চট্টগ্রামের ঝাউতলা লেভেল ক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত তিন

২০২১ ডিসেম্বর ০৪ ১৩:০৪:০৮
চট্টগ্রামের ঝাউতলা লেভেল ক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত তিন

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রামের নগরের খুলশী থানার ঝাউতলা এলাকায় বাস, সিএনজি অটোরিকশা ও ডেমু ট্রেনের ত্রিমুখী সংঘর্ষে এক ট্রাফিক পুলিশসহ ৩ জন নিহত হয়েছেন। এছাড়া ৬ জন আহত হয়েছেন।

আজ (শনিবার, ৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে থানার ওসি সরওয়ার আলম।

তিনি বলেন, আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়রা জানান, রেলওয়ের সিগনাল অমান্য করে রেল ক্রসিং পার হতে গিয়ে সিএনজি অটোরিকশা ও বাস ডেমু ট্রেনের সামনে পড়ে। এতে সংঘর্ষ হয়। এসময় বাস ও সিএনজিতে থাকা যাত্রীরা মারাত্মক আহত হয়েছেন।

পাঁচলাইশ মডেল থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৪ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর