thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় ভারতের হেলিকপ্টার দুর্ঘটনা

২০২১ ডিসেম্বর ০৮ ১৮:০৮:১৮
প্রত্যক্ষদর্শীর বর্ণনায় ভারতের হেলিকপ্টার দুর্ঘটনা

দ্য রিপোর্ট ডেস্ক: তামিল নাড়ুর নীলগিরি পাহাড়ে বিপিনকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা প্রত্যক্ষ করেছেন কনুরের নাজাপ্পা সাথিরাম এলাকার বাসিন্দা পি. কৃষ্ণস্বামী। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে তিনি তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

বুধবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে তামিল নাড়ুর নীলগিরি পাহাড়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ সময় এতে ১৪ আরোহী ছিল। এখন পর্যন্ত ১১ জন নিহতের খবর জানা গেছে। জেনারেল বিপিন ও তার স্ত্রীর অবস্থা সম্পর্কে জানা যায়নি।

কৃষ্ণস্বামী জানান, দুপুরে তারা খুব জোরে একটি শব্দ শুনতে পান। তখন তিনি নিজের বাড়িতে ছিলেন।

তিনি বলেন, আমি দৌড়ে বের হয়ে দেখি হেলিকপ্টারটি নিচে পড়ে গেছে। পড়ার আগে এটি গাছে ধাক্কা খায়। পরে বিধ্বস্ত হয়।

কৃষ্ণস্বামী জানান, তিনি দেখেছেন জ্বলন্ত হেলিকপ্টার থেকে লোকজন বের হওয়ার চেষ্টা করছে এবং সাহায্যের জন্য চিৎকার করছে।

আরেক বাসিন্দা পি. চন্দ্রকুমার জানান, ওয়েলিংডনে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজগামী হেলিকপ্টারগুলো সাধারণত তাদের বাড়ির ওপর দিয়ে যায়। যখন দুর্ঘটনা ঘটে তখন আকাশ ঘন মেঘে ঢাকা ছিল।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৮ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর