thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

বুস্টার ডোজ দিয়েও মহামারি কাটানো যাবে না: ডব্লিইএইচও প্রধান

২০২১ ডিসেম্বর ২৪ ১১:০৮:১২
বুস্টার ডোজ দিয়েও মহামারি কাটানো যাবে না: ডব্লিইএইচও প্রধান

দ্য রিপোর্ট ডেস্ক: ধনী দেশগুলো বুস্টার ডোজ চালুর জন্য যে তড়িঘড়ি শুরু করেছে তাতে ভ্যাকসিন বৈষম্য আরো বাড়বে। আর এতে মহামারি আরো দীর্ঘায়িত হবে। এমনটাই মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুসস।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, টিকা দেওয়ার ক্ষেত্রে এরইমধ্যে যারা পেয়েছেন তাদের বদলে সব জায়গার দুর্বলতম মানুষদের অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। কোনো দেশই বুস্টার দিয়ে মহামারি কাটাতে পারবে না। কিছু জায়গায় করোনাকে অপ্রতিরোধ্য গতিতে ছড়াতে দিলে নতুন, আরো বিপজ্জনক ভ্যারিয়েন্ট তৈরির আশঙ্কা নাটকীয়ভাবে বেড়ে যেতে পারে।

ভ্যাকসিন বৈষম্য নিয়ে দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ডব্লিউএইচও। এ বিষয়ে তেদ্রোস আধানম গেব্রিয়েসুসস বলেন, ব্যাপক বুস্টার কর্মসূচি মহামারি অবসানের বদলে এটি দীর্ঘায়িত করতে যাচ্ছে। যেসব দেশে ইতোমধ্যে উঁচু মাত্রার ভ্যাকসিন কাভারেজ রয়েছে সেখানে আরো ডোজ সরবরাহ করা হলে, ভাইরাসটি আরও বেশি ছড়িয়ে পড়ার এবং পরিবর্তিত হওয়ার সুযোগ পাবে।

এর কয়েক মাস আগে বুস্টার ডোজ প্রয়োগ স্থগিত রাখার আহ্বান জানিয়ে ডব্লিউএইচও মহাপরিচালক বলেন, সব দেশের অন্তত ৪০ শতাংশ মানুষ প্রথম ডোজ নেওয়ার আগে বুস্টার প্রয়োগ বন্ধ রাখা উচিত। এটা আসলেই বোঝানো কঠিন যে, প্রথম ভ্যাকসিন প্রয়োগের এক বছর পার হয়ে গেলেও আফ্রিকার প্রতি চার জন স্বাস্থ্য কর্মীর তিনজনই এখনও টিকা পায়নি।

উল্লেখ্য, জাতিসংঘের হিসেব অনুযায়ী বিশ্বের উচ্চ আয়ের দেশগুলোর ৬৭ শতাংশ মানুষ অন্তত প্রথম ডোজ টিকা নিয়েছে। কিন্তু নিম্ন আয়ের দেশগুলোতে এর পরিমাণ ১০ শতাংশের কম।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৪ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর