thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২, ২৩ আষাঢ় ১৪২৯,  ৭ জিলহজ ১৪৪৩

চট্টগ্রামে ভেঙে পড়ল বিএনপির সভা মঞ্চ

২০২২ জানুয়ারি ১২ ১৬:০৫:২৭
চট্টগ্রামে ভেঙে পড়ল বিএনপির সভা মঞ্চ

দ্য রিপোর্ট প্রতিবেদক: খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশের মঞ্চ ভেঙে পড়েছে।

বুধবার সকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য দেয়ার সময় মঞ্চ ভেঙে পড়ে যান নেতাকর্মীরা। তবে তিনি বক্তব্য দেওয়া বন্ধ রাখেননি।

আমীর খসরু বলেন, ‘দক্ষিণ জেলার আজকের সমাবেশ বাঁধ ভেঙেছে সরকার পতন আন্দোলনের। কিছুতেই জনগণকে আটকে রাখা যাবে না। এত লোকের সমাবেশ মঞ্চ তো ভাঙবেই। আন্দোলন বন্ধ হবে না, চলতে থাকবে।’

এর আগে কর্ণফুলী সিডিএ আবাসিক মাঠে মিছিল নিয়ে সমবেত হতে শুরু করেন নেতাকর্মীরা।

সকাল ১১টা থেকেই সমাবেশস্থলে একত্রিত হতে শুরু করেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় গণ-আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এছাড়া উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক।

(দ্য রিপোর্ট/আরজেড/১২ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর