thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই 25, ১৬ আষাঢ় ১৪৩২,  ৫ মহররম 1447

করোনায় আক্রান্ত প্রসেনজিৎ-স্বস্তিকা

২০২২ জানুয়ারি ১৩ ১২:১৩:২৪
করোনায় আক্রান্ত প্রসেনজিৎ-স্বস্তিকা

দ্য রিপোর্ট ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টলিউড অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। শুধু তিনিই নন, একই সঙ্গে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়েরও করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

১২ জানুয়ারি, বুধবার প্রসেনজিৎ টুইটারে লেখেন, দুর্ভাগ্যবশত আমি করোনা আক্রান্ত হয়েছি। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আপাতত হোম আইসোলেশনেই আছি। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবো।

এদিকে স্বস্তিকা তার করোনা আক্রান্তের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। তিনি মজা করে লেখেন, শুনছিলাম এবারেও যাদের হচ্ছে না তারা নাকি যমের অরুচি। যাক আমি আর অরুচির লিস্টে নেই।

একই দিনে এ রোগে আক্রান্ত হয়েছেন টলিপাড়ার আরো এক শিল্পী, রূপম ইসলাম। তার স্ত্রী এবং ছেলেও কোভিড পজিটিভ।

এর আগে টালিউডের সুপারস্টার দেব, জিৎ গাঙ্গুলি, অরিজিৎ সিং, ঋতুপর্ণা সেনগুপ্ত, রুক্মিণী মৈত্রসহ অনেকেই করোনায় সংক্রমিত হয়েছেন। এর মধ্যে দেব ইতোপূর্বে সুস্থ হয়ে উঠেছেন।

উল্লেখ্য, করোনার প্রথম ঢেউয়ের সময় থেকেই স্বস্তিকা মানুষকে সহযোগিতা করে আসছিলেন। কখনো জোগাড় করে দিয়েছেন রক্ত, কখনো অক্সিজেন, আবার কখনো অসহায় মানুষের খাবারের বন্দোবস্তও করেছেন অভিনেত্রী। যার জন্য বাহবা পেয়েছিলেন গুণী এই তারকা।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর