thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ৫ জ্যৈষ্ঠ ১৪২৯,  ১৭ শাওয়াল ১৪৪৩

শীতল জলে উষ্ণ জানভি

২০২২ জানুয়ারি ২১ ১১:২৭:২৩
শীতল জলে উষ্ণ জানভি

দ্য রিপোর্ট ডেস্ক: বলিউড অভিনেত্রী জানভি কাপুর। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বেশ সক্রিয় তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন জানভি। ছবিগুলোতে শীতল জলে এই অভিনেত্রীকে বেশ উষ্ণ দেখাচ্ছে। বন্ধুদের সঙ্গে লোনাভালাতে বেড়াতে গিয়ে তিনি এই ছবিগুলো তুলেছেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ভাইরাল হয়েছে। সুইমিং পুলের জলে বেশ ‘রিল্যাক্সিং’ মুডে দেখা গেছে তাকে। কিছু ছবিতে তাকে কালো রঙের মনোকিনি এবং কয়েকটিতে প্রিন্টেড বিকিনিতে দেখে তাকে। এতে জানভির রূপের প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা।

তবে জানভির এমন খোলামেলা ছবি পোস্ট নতুন কিছু নয়। এর আগে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে সুইমস্যুট ও বিকিনি পরা ছবি পোস্ট করেছিলেন তিনি।

জানভি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রুহি’। এছাড়া বর্তমানে তার ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। ‘দোস্তানা টু’, ‘গুড লাক জেরি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমায় দেখা যাবে তাকে। পাশাপাশি মালায়ালাম ভাষার ‘হেলেন’ সিনেমার হিন্দি রিমেকে অভিনয় করছেন এই অভিনেত্রী।

(দ্য রিপোর্ট/আরজেড/২১ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর