thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

বাংলাদেশ-ওমান বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব ওমান দূতের

২০২২ জানুয়ারি ২৫ ১৩:৩০:৪৫
বাংলাদেশ-ওমান বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব ওমান দূতের

দ্য রিপোর্ট প্রতিবেদক: ওমানের নবনিযুক্ত চার্জ ডি’ অ্যাফেয়ার্স আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল-বুলুশি বলেছেন, উভয় দেশের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ-ওমান বিজনেস ফোরাম গঠনের সম্ভাবনা যাচাই করা যেতে পারে।

সোমবার (২৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎকালে দূত এ প্রস্তাব দেন।

তিনি এর আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের কাছে তার পচিয়পত্র পেশ করেন।

প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে ওমানের দূত বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে মতবিনিময় এবং সফর বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন।

ওমানের দূত পরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

তিনি এ সময় পররাষ্ট্র সচিবকে জানান, বাংলাদেশ ওমানে জনশক্তির বাজার ধরে রাখতে ইঞ্জিনিয়ার, ডাক্তার, নার্সসহ দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে মনোনিবেশ করতে পারে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর