thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

দর হারানোর শীর্ষে এপেক্স ফুট

২০২২ জানুয়ারি ২৬ ২০:৩৮:৫৯
দর হারানোর শীর্ষে এপেক্স ফুট

দ্য রিপোর্ট প্রতিবেদক: বুধবার (২৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৭টির বা ৪১.২১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে এপেক্স ফুটওয়্যারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবস এপেক্স ফুটওয়্যারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৭৭.১০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৪৪.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩২.৮০ টাকা বা ৮.৬৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে এপেক্স ফুটওয়্যার ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা পেট্রোলিয়ামের ৬.৮৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৫.৪০ শতাংশ, শমরিতা হসপিটালের ৫.২৮ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৫.১৪ শতাংশ, এপেক্স ফুডসের ৪.৯৪ শতাংশ, প্রাণের ৪.৭৮ শতাংশ, বসুন্ধরা পেপারের ৪.৬৬ শতাংশ, জেমিনি সী ফুডের ৪.৪৫ শতাংশ এবং ন্যাশনাল টি’র শেয়ার দর ৪.২০ শতাংশ কমেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর