thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২, ১ ভাদ্র ১৪২৯,  ১৮ মহররম 1444

বন্দনা আমীরের ‘ জীবন যখন যেমন’ গল্পগ্রন্থটির মোড়ক উন্মোচন

২০২২ মার্চ ০৪ ২৩:৩৮:৪৫
বন্দনা আমীরের ‘ জীবন যখন যেমন’ গল্পগ্রন্থটির মোড়ক উন্মোচন

দ্য রিপোর্ট প্রতিবেদক: চলমান একুশে বই মেলায় উন্মোচন করা হলো বন্দনা আমীরের ‘ জীবন যখন যেমন’ গল্পগ্রন্থটির মোড়ক। শুক্রবার বিকেলে ( ৪ মার্চ ) এই বইয়ের মোড়ক উন্মোচন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রর কন্ঠযোদ্ধা তিমির নন্দী। উন্মোচন কালে তিমির নন্দী বলেন বন্দনা আমীর অর্থনীতির মতো কঠিন খটমটে বিষয়ের ছাত্রী হয়েও যেভাবে সাহিত্যের রস পান করেছেন তাতে আমি মুগ্ধ। একজন সৃষ্টিশীল মানুষের পক্ষেই জীবন ঘনিষ্ঠ এ ধরণের গল্প লেখা সম্ভব। তার গল্প বলা লেখার ভঙ্গি এতো সাবলীল যে যেকোনো বিদগ্ধ পাঠককে আকৃষ্ট করবে। বইয়ের মূল্যায়ন করতে গিয়ে ইকোনোমিকস রিপোর্টার্স ফোরামের সভাপতি শারমীন রিনভী বলেন , একজন নারীর একাকী চলার পথের নানা অভিজ্ঞতায় সম্মৃদ্ধ বইটিতে গল্পগুলো জীবন্ত হয়ে উঠেছে। গল্পগুলো ভালো লেগেছে। প্রেম ভালাবাসা বিরহ ও জীবনে চলার পথে একজন নারীর সংগ্রামের দিক ফুটে উঠেছে। বন্দনা আমীর নিজের বই সম্পর্কে বলেন, নিজের অভিজ্ঞতা থেকে নিংড়ে বেরিয়ে এসেছে গল্পগুলো। যা পাঠকের ভালো লাগবে।

ছয়টি ছোট গল্প নিয়ে এই গ্রন্থটি প্রকাশ করেছে ‘রচয়িতা’ প্রকাশনা সংস্থা। বইমেলার ৪১ নম্বর স্টলে পাওয়া যাবে ‘ জীবন যখন যেমন ’ গল্পগ্রন্থটি।গল্পগুলোর মধ্যে রয়েছে ছন্দ পতন, নিঃশব্দ কান্না, মাতাল হাওয়া , বিষ বাষ্প, নিশিরাত,বাঁকাচাঁদ এবং অতঃপর। লেখিকা একজন বেসরকারি সংস্থার কর্মকর্তা। অর্থনীতি নিয়ে স্নাতকোত্তর করলেও কবিতা গল্প গান আর ছবি আকার প্রতি আজীবনের ভালোবাসা থেকে লেখালেখিতে ঝুকে পড়েছেন। জীবনের গভীর ও একান্ত অনুভুতিগুলো সহজ গদ্যে লেখার কারণে এই বইয়ের প্রতিটি গল্পই পাঠককে চুম্বকের মতো টেনে রাখবে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

গল্প এর সর্বশেষ খবর

গল্প - এর সব খবর