thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১,  ২৯ রবিউল আউয়াল 1446

অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না করলে ক্রোড়পত্র নয় : তথ্যমন্ত্রী

২০২২ এপ্রিল ২৬ ১৫:০৭:০৮
অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না করলে ক্রোড়পত্র নয় : তথ্যমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: অষ্টম ওয়েজ বোর্ডের বাস্তবায়ন না করা পত্রিকাগুলোকে সরকারি কোনো ক্রোড়পত্র দেয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

আজ মঙ্গলবার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, অষ্টম ওয়েজ বোর্ড যারা বাস্তবায়ন করেনি, তাদেরকে কোনো ক্রোড়পত্র দেব না। ক্রোড়পত্র তাড়াতাড়ি নেয়ার জন্য চারদিকে যে ঘোরাঘুরি, সেটা বন্ধ হয়ে যাবে।

তিনি বলেন, ভবিষ্যতে যারা নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করবে না, সে ক্ষেত্রেও কী করা যায়, সেটি নিয়ে আমরা ভাবছি।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

গণমাধ্যমের খবর এর সর্বশেষ খবর

গণমাধ্যমের খবর - এর সব খবর