thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ মে 24, ২৪ বৈশাখ ১৪৩১,  ২৮ শাওয়াল 1445

মাথাপিছু আয় বেড়েছে 

দেশে মাথাপিছু আয় ২৮২৪ মার্কিন ডলার

২০২২ মে ১০ ১৫:২০:৫১
দেশে মাথাপিছু আয় ২৮২৪ মার্কিন ডলার

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলতি ২০২১-২২ অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দুই হাজার ৮২৪ মার্কিন ডলারে পৌঁছেছে। টাকার হিসেবে যা দুই লাখ ৪১ হাজার ৪৭০ টাকা হয়েছে। গত বছরে এটি ছিল দুই হাজার ৫৯১ মার্কিন ডলার। একই সময়ে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৫ শতাংশ, গত বছর যা ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।

মঙ্গলবার (১০ মে) একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান। একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসভায় সভাপতিত্ব করেন।

এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘মাথাপিছু আয় বেড়ে দুই হাজার ৮২৪ মার্কিন ডলার যৌক্তিক। আমাদের হিসেবে মাথাপিছু আয় ঠিক আছে। আয় বৃদ্ধিতে এবার ঈদে হাট-বাজারে বেশি বেচাকেনা হয়েছে। মানুষের প্রকৃত আয় বেড়েছে। গত অর্থবছরে ছিল দুই হাজার ৫৯১ ডলার, সেটাও ঠিক ছিল।’

তিনি আরও বলেন, ‘গ্রামে মূল্যস্ফীতি বেশি, কারণ গ্রামে ডিমান্ড বেশি। শ্রমিকের ঘাটতি আছে। গার্মেন্টসগুলো নারী শ্রমিক পাচ্ছে না। দেশে বৈষম্য আছে, পৃথিবীর সব দেশেই এটা আছে"। তবে ধীরে ধীরে এটি কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

(দ্য রিপোর্ট/মাহা/ ১০ মে, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর