thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২, ২১ আষাঢ় ১৪২৯,  ৫ জিলহজ ১৪৪৩

ছোট ছেলেকে নিয়ে দার্জিলিংয়ে কারিনা

২০২২ মে ১১ ১০:১০:৪৬
ছোট ছেলেকে নিয়ে দার্জিলিংয়ে কারিনা

দ্য রিপোর্ট ডেস্ক: দার্জিলিংয়ে কারিনা কাপুর। তার সফরসঙ্গী ছোট ছেলে জেহ। মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি। তাকে দেখতে ভিড় জমে যায় সেখানে। জেহের সঙ্গে ছিল তার আয়াও।

জানা গেছে, ছবির শুটিংয়ের কাজে সেখানে গেছেন তিনি। ২৮ তারিখ পর্যন্ত সাইফের স্ত্রী দার্জিলিংয়ে থাকবেন। ওয়েব সিরিজের নাম ডিভিশন। পরিচালনা করছেন সুজয় ঘোষ।

শুটিংয়ের সূত্রে প্রায় ৩৫০ জনের একটি দল দার্জিলিংয়ে। সেই দলেরই এক সদস্য জানালেন, কাল থেকে লাভাতে শুটিং শুরু হবে। টানা ৭ দিন চলবে শুটিং। তারপরের দিনগুলোতে দার্জিলিংয়ে শুটিং করবেন বেবো। সেখানে থাকবেন প্রায় ৫ থেকে ৬ দিন।

কে কে অভিনয় করছেন এই ছবিতে? সূত্রের খবর, সাসপেন্স থ্রিলার ধর্মী এই ছবিতে দেখা যাবে অভিনেতা বিজয় বর্মাকে।

বিমানবন্দর থেকেই এদিন বেশ খোশমেজাজে দেখা যায় কারিনাকে। সেখান থেকে সোজা চলে যান কালিম্পঙের একটি হোটেলে। সেখানেই থাকছেন তিনি। তারপর কাল থেকে লাভায় শুটিং।

প্রসঙ্গত, এই প্রথম ওটিটিতে কাজ করছেন কারিনা। জানা গেছে, নেটফ্লিক্সে এই সিরিজটি মুক্তি পাবে। দ্বিতীয় সন্তানের জন্মের পর এই প্রথম ফ্লোরে ফিরছেন বেবো। আবার এটাই তার ওটিটি ডেবিউ।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১১ মে, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর