thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

ডিআইজি হলেন হারুনসহ ৩২ কর্মকর্তা

২০২২ মে ১২ ০৯:১৩:০৬
ডিআইজি হলেন হারুনসহ ৩২ কর্মকর্তা

দ্য রিপোর্ট প্রতিবেদক: পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি), তৃতীয় গ্রেডে ৩২ জনকে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার (১১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে মঙ্গলবার (১০ মে) সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) এক সভা অনুষ্ঠিত হয়।

সেখানে গ্রেড-৩ পদমর্যাদার ডিআইজি পদে পুলিশের ৩২ কর্মকর্তাকে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

প্রজ্ঞাপনে প্রথম নামটি হচ্ছে র‌্যাব-৪ এর পরিচালক মোজাম্মেল হকের। পদোন্নতি পাওয়াদের মধ্যে রয়েছেন, এন্টি টেরোরিজম ইউনিটের মো. মনিরুজ্জামান, ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান আসাদুজ্জামান, ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহাবুব আলম, র‌্যাবের পরিচালক শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, নৌ পুলিশের মোল্যা নজরুল ইসলাম।

পুলিশে আইজি ও অতিরিক্ত আইজির পরের ধাপের পদোন্নতি প্রাপ্তদের এই প্রজ্ঞাপনের সর্বশেষ নামটি হচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার হারুন অর রশীদের।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১২ মে, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর