thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ঔষধ খাত

২০২২ মে ১৪ ১৫:২৯:৩৪
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ঔষধ খাত

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বশেষ সপ্তাহে (৮ থেকে ১২ মে) লেনদেনের শীর্ষে উঠেছে ঔষধ খাত।

ইবিএল সিকিউরিটিজের সূত্রমতে, খাতভিত্তিক মোট লেনদেনের মধ্যে ১২ শতাংশ অবদান রয়েছে এ খাতের। দ্বিতীয় স্থানে রয়েছে বিবিধ খাত,এই খাতের অবদান ১১ দশমিক ৭০ শতাংশ । ১১ দশমিক ১০ শতাংশ লেনদেন করে তৃতীয় স্থানে আছে বস্ত্র খাত।

প্রাপ্ত তথ্য মতে, তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতে ১১ শতাংশ, আর্থিক খাতে ৭ দশমিক ৫০ শতাংশ, খাদ্য খাতে ৬ দশমিক ৮০ শতাংশ, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৫ দশমিক ৫০ শতাংশ, আইটি খাতে ৪ দশমিক ৮০ শতাংশ, ব্যাংক খাতে ৪ দশমিক ৭০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ৪ দশমিক ৩০ শতাংশ, সাধারণ বিমা খাতে ৩ দশমিক ৯০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ৩ দশমিক ৮০ শতাংশ, সিরামিক খাতে ৩ দশমিক ৫০ শতাংশ, ট্যানারি খাতে ৩ দশমিক ১০ শতাংশ, পেপার খাতে ১ দশমিক ৭০ শতাংশ, সিমেন্ট খাতে ১ দশমিক ৬০ শতাংশ, জীবন বিমা খাতে ১ দশমিক ৩০ শতাংশ, টেলিকম খাতে দশমিক ৯০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৬০ শতাংশ ও পাট খাতে দশমিক ১০ শতাংশ লেনদেন হয়েছে।

(দ্য রিপোর্ট/ মাহা / ১৪ মে, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর