thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

মহেশপুরে গণকবরের সন্ধান

২০২২ মে ১৫ ১৭:৩০:৪১
মহেশপুরে গণকবরের সন্ধান

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় একটি গণকবরের সন্ধান পাওয়া গিয়েছে।

উপজেলা শহরের কপোতাক্ষ নদীর তীরে নদী খননের সময় এ কবরের সন্ধান পাওয়া যায়। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী।

তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে মাথার খুলি ও হাড় দেখেছেন তিনি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের চিহ্ন। এসব দেহাবশেষ সংরক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

স্থানীয়রা জানায়, কপোতাক্ষ নদী খননের সময় শহরের পাশে ব্রিজের নিচ থেকে মানুষের মাথার খুলি ও হাড় দেখতে পায় এলাকাবাসী। এগুলো গুছিয়ে সেখানেই রাখা হয়।

স্থানীয় বাসিন্দা কবির হোসেন বলেন, নদী খনন করার পর এগুলো পাওয়া যায়। কয়েকজন যুবক সেখানে গোসল করতে গিয়ে দেখতে পেয়ে হাড় ও খুলিগুলো গুছিয়ে রেখেছে। এলাকার বয়স্কদের মতে, মুক্তিযুদ্ধকালীন সময়ে মহেশপুরে পাক বাহিনীর ক্যাম্প ছিল এখানে। পাকসেনারা বিভিন্ন স্থান থেকে মানুষকে ধরে এনে হত্যা করত। পরে তাদের গণকবর দেয়া হত।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৫ মে, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর