thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

আজও বিশাল ধস পুঁজিবাজারে

২০২২ মে ২২ ১৭:০৪:৪৮
আজও বিশাল ধস পুঁজিবাজারে

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে যেন কোনোভাবেই রক্তক্ষরণ থামছে না। আজ রোববারও সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান (ডিএসই) সূচক ডিএসই এক্স ১১৫ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন সামান্য বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার ডিএসইতে ৬৮২ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৩ কোটি ৩৩ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে৬৬৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১৫পয়েন্ট কমে অবস্থান করছে ৬১৪২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬১পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২৭৭পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ৩৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩৮২ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর