thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

২০২২ জুন ০৪ ১৬:২০:৫৩
ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতকের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (৪ জুন) বেলা ১১টা থেকে শুরু হয় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে এ পরীক্ষা। ঢাকা ও ঢাকার বাইরে ৭টি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘খ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ৫৮ হাজার ৫৬৫ জন। এ বছর এই ইউনিটটিতে আসন রয়েছে ১ হাজার ৭৮৮টি। প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ৩৩ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, সারাদেশে সব কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত কোনো অনিয়মের খোঁজ পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ৪ জুন, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর